স্মরণ: জমিদার নন্দন তারাশঙ্কর দেখেছেন জমিদারির বিলোপ
ত্রিশ ও চল্লিশ দশকের গ্রামীণ বাংলার জীবন, জমিদারি ব্যবস্থার বাস্তবতা, যুদ্ধ, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বৈষম্য, ব্যক্তির মহিমা, বিদ্রোহ, সামন্ততন্ত্র-ধনতন্ত্রের দ্বন্দ্বে ধনতন্ত্রের বিজয় এবং সময়ের সঙ্গে সামাজিক ধারণার পরিবর্তনগুলোকে যিনি গভীরভাবে অন্বেষণ করেছিলেন তিনি কথাশিল্পী তারাশঙ্কর…